১। VWB কর্মসূচি ঃ সরকারের সবচেয়ে বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচি এর মাধ্যমে গ্রামীণ মহিলাদের চরম দরিদ্র অবস্থা হতে উত্তোরণে খাদ্য সহায়তা দান কর্মসূচি।
উপকার ভোগীর সংখ্যা -
২। নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দরিদ্র গর্ভবতী নারীদের সহায়তা প্রদানের জন্য মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান করা হয়। প্রতি মাসে ৮০০ টাকা করে ৩৬ মাস মেয়াদে ভাতা প্রদান করা হয়।
৩। মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম (৫% সার্বিস চার্জ) মাসিক কিস্তিতে একক ভাবে ৩ বার ঋণ দেওয়া হয়। ৬৪ জেলা এবং ৪২৯ উপজেলার মাধ্যমে দরিদ্র, বেকার, দুস্থ, অদক্ষ উদ্যোগী মহিলাদের মাঝে ঋণ প্রদানের মাধ্যমে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
৪। স্বোচ্ছাসেবী মহিলা সমিতির গঠন, রেজিস্ট্রেশন, পরিদর্শন, নবায়ন, অনুদান প্রদান এর মাধ্যমে গ্রামীণ দরিদ্র মহিলাদেরকে জাতীয় মূল স্রোতাধারার সাথে সম্পৃক্ত করা হয়।
৫। বাল্য বিয়ে, নারী নির্যাতন, যৌতুক ইত্যাদি প্রতিরোধ এবং বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা।
৬। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন যেমন- বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস, জাতীয় কন্যা শিশু দিবস, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে (জয়িতাদের সম্মাননা প্রদান), মহান বিজয় দিবস, আন্তর্জাতিক নারী দিবস, বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা দিবস, মা দিবস।
৭। মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রতি অর্থ বছরের (জুলাই-জুন) বর্তমান ৩ মাস মেয়াদী দর্জি বিজ্ঞান ও সেলাই প্রশিক্ষণ কোর্সে দুঃস্থ বেকার নির্যঅতিত অসহায় মহিলাদের হাতে কলমে বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়।
৮। (নারী ও শিশু) মানব পাচার প্রতিরোধ ;কল্পেজনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
৯। অভিযোগসমূহ তদন্ত ঃ আদালত ও স্থানীয় ভাবে প্রাপ্ত যৌতুক ও িনারী নির্যাতন সংক্রান্ত অভিযোগসমূহ তদন্ত প্রতিবেদন প্রেরণ ও মিমাংসা করা।
১০। গণশুনাী প্রতি মাসের বুধবার।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS